উপকরণ :-
৬ টা পরোটা বানানোর জন্য লাগছে
- আটা ২ কাপ
- ২ টো সেদ্ধ আলু
- ১ টা পেঁয়াজ কুঁচি
- ২ টো কাঁচা লঙ্কা কুঁচি
- আদা- রুসুন বাটা ১/২ চামচ
- নুন পরিমাণ মতো
- সাদা তেল ২ চামচ
- লঙ্কা গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ
- হলুদ গুঁড়ো সামান্য
- জিরে আর ধনে গুঁড়ো দু’টো মিলিয়ে ১/২ চামচ
- গোটা মৌরি সামান্য
- গরম মশলা গুঁড়ো সামান্য
- আমচুর পাউডার ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ
- ধনেপাতা কুঁচি ১ টেবিল চামচ
- আর লাগছে পরোটা ভাজবার জন্য ঘি।